বৃহস্পতিবার, ২৬ জুন ২০১৪

ঢাকা এসেছেন সুষমা স্বরাজ

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা এসেছেন সুষমা স্বরাজ
বৃহস্পতিবার, ২৬ জুন ২০১৪



image_56157_0.jpgনিউজডেস্কঃতিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছান। আগামীকাল সকালে ঢাকা ত্যাগের আগে ব্যস্ত সময় কাটাবেন তিনি। গত মাসে ভারতের ক্ষমতায় বিজেপি সরকার আসীন হওয়ার পর এটাই ভারতের কোনো শীর্ষ প্রতিনিধির প্রথম ঢাকা সফর। একে শুভেচ্ছা সফর হিসেবেই দেখছে ঢাকা ও নয়া দিল্লি। তাই সুনির্দিষ্ট কোনো বড় অগ্রগতি হবে না। কিন্তু তৈরি হবে আগামী দিনগুলোয় দুই প্রতিবেশীর সম্পর্কের কৌশলপত্র। এ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও গতকালই পরামর্শ করে নিয়েছেন অভিজ্ঞ রাজনীতিক সুষমা স্বরাজ। সঙ্গে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণসহ চিঠি। জানা যায়, সুষমা স্বরাজকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব সুজাতা সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন, যুগ্ম-সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও বেশ কয়েকজন কর্মকর্তা। নয়া দিল্লি থেকে সঙ্গে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণও। পরে বিমানবন্দর থেকে সরাসরি চলে যান হোটেলে। আজ সকালে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বিকালে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সুষমা স্বরাজ। সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় বিআইআইএস আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও সহযোগিতার রূপরেখা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন। রাতে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। শুক্রবার সকালে প্রাতরাশ বৈঠক করবেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ড. গওহর রিজভী ও ড. মশিউর রহমানের সঙ্গে। দেখা হবে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও। এ ছাড়া তিনি সফরের কোনো এক সময়ে বারিধারায় নির্মাণাধীন ভারতীয় হাইকমিশনের নিজস্ব ভবন এলাকা পরিদর্শন করবেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করবেন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সুষমা স্বরাজের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়েই আলোচনা করবে দুই দেশ। ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রযাত্রা বজায় রাখতে অমীমাংসিত ইস্যুগুলোর ভবিষ্যৎ সমাধান নিয়ে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও প্রস্তাবিত তিস্তা চুক্তির মতো বড় ইসু্যুগুলোকে আরেক দফায় আলোচনায় নিয়ে আসা হবে। ভারতের পক্ষ থেকে আঞ্চলিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হবে। উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিশেষত ত্রিপুরা, মিজোরাম ও আসামের সঙ্গে স্থলপথে যোগাযোগে বাংলাদেশের সড়কব্যবস্থা ব্যবহারের প্রস্তাবও থাকবে এ আলোচনায়। আলোচনায় রাখা হবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের মতো বিষয়গুলোও।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মতে, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন হবে। উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, আগামী পাঁচ বছরে দুই দেশের সম্পর্ক কী হবে তা নির্ধারণ হবে এ সফরে। অবশ্য এ সফরেই বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।
প্রধানমন্ত্রীর হাতে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের নকশা তুলে দেবেন : শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার মূল নকশা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে যাওয়া সাক্ষাতে শেখ হাসিনাকে হস্তান্তর করবেন সুষমা স্বরাজ। বাংলাদেশের অর্থায়নে ৩৬ কোটি রুপি ব্যয়ে এ ভবন নির্মাণ করা হবে। এর জন্য জমির ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১১:০৭:৪৩   ২৮৭ বার পঠিত