মঙ্গলবার, ২৪ জুন ২০১৪

‘সংবাদকর্মীদের নিজ দায়িত্ববোধ থেকে সংবাদ প্রকাশ করা উচিৎ’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘সংবাদকর্মীদের নিজ দায়িত্ববোধ থেকে সংবাদ প্রকাশ করা উচিৎ’
মঙ্গলবার, ২৪ জুন ২০১৪



image_55675_02.jpgডেস্করিপোর্টঃদেশের স্বার্থে কোন ধরনের তথ্য প্রকাশ করা উচিৎ, কি প্রকাশ করা উচিৎ না, তা সংবাদকর্মীদের নিজ দায়িত্ববোধ থেকে করা উচিৎ। দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।মঙ্গলবার দুপুরে ডিএমপি’র মিডিয়া আয়োজিত তথ্য সেবায় পুলিশ সাংবাদিক উন্মুক্ত আলোচনায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কমিশনার।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, মারুফ হাসান, মিলি বিশ্বাসসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ক্র্যাবের সভাপতি আক্তারুজ্জামান লাবলু, সেক্রেটারি আবু সালেহ আকন উপস্থিত ছিলেন।
কমিশনার বেনজির আহমেদ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের জাতীয় স্বার্থকে বিবেচনায় নিতে হবে। যে সংবাদ দেশ ও জাতির জন্য হুমকি হবে তা পরিবেশন না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের সময় গণমাধ্যমকর্মীরা পুলিশের সামনে চলে আসে। যা ওই সময়ে উভয়ের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কিন্তু উন্নত রাষ্ট্রে পুলিশের পেছনে থাকে সংবাদকর্মীরা। এই বিষয়টির প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিক-পুলিশ একে অপরের পরিপূরক। কিছু কিছু তথ্যের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা অবলম্বন করতে হয়। দেখা যায় এমন এক হাইপ্রোফাইল ক্রিমিনালের বিরুদ্ধে গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে। এমন সময় তার নাম পরিচয় যদি গণমাধ্যমে প্রচার হয় তাহলে সে অপরাধী তো আত্মগোপনে চলে যাবে। সে কারণে কিছু নিয়মের মধ্যে আমাদের চলতে হয়।
তিনি বলেন, বর্তমান যুগ অবাধ তথ্য প্রবাহের যুগ। গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা চলছে। দ্রুত সংবাদ পরিবেশনের জন্য সবাই তথ্য পেতে চায়। পুলিশও তথ্য দিতে আগ্রহী। কিন্তু পুলিশ একটি নিয়মের মধ্যে কাজ করে। সমাজের সঙ্গে যোগাযোগের জন্য গণমাধ্যমকে সেতু বন্ধনের চোখে দেখে পুলিশ। সমাজের সঙ্গে যোগাযোগের জন্য অবশ্যই পুলিশের গণমাধ্যম প্রয়োজন।
তিনি বলেন, এখনি আমরা দাবি করছি না গণমাধ্যম ও পুলিশের মধ্যে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে। তবে আমরা আশাবাদি পরিবর্তন হবে।
কমিশনার বলেন, পুলিশ এবং সাংবাদিকদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে রাজধানীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন কমিশনার বেনজির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০২   ৩৬৬ বার পঠিত