মঙ্গলবার, ২৪ জুন ২০১৪
নিজামী অসুস্থ, রায় ঘোষণা অনিশ্চিত
Home Page » জাতীয় » নিজামী অসুস্থ, রায় ঘোষণা অনিশ্চিতকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী শারীরিকভাবে অসুস্থ। কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে। এতে আজ নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রসিকিউটার ড. তুরিন আফরোজ সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে মাওলানা মতিউর রহমান নিজামীকে অসুস্থ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিঠি পাঠিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ অবস্থায় আজ তার বিরুদ্ধে রায় ঘোষণা অনিশ্চিত হয়ে পড়েছে।তবে ট্রাইব্যুনাল এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।
নিজামীর বিরুদ্ধে করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করার কথা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ সোমবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থাও নেয়া হয়। এর আগে সোমবার রাত আটটার দিকে নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
বাংলাদেশ সময়: ১১:১০:৩৮ ৩৩৫ বার পঠিত