মঙ্গলবার, ২৪ জুন ২০১৪
নূর হোসেনের ব্ক্তব্যে চিন্তিত নন শামীম ওসমান
Home Page » আজকের সকল পত্রিকা » নূর হোসেনের ব্ক্তব্যে চিন্তিত নন শামীম ওসমানডেস্করিপোর্টঃভারতের আটক নারাণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন সেখানকার গণমাধ্যমকে বলেছেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। আর এই চক্রান্তকারীরাই তাকে ভারতে পাঠিয়েছে।নূর হোসেনের এই বক্তব্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রতি ইঙ্গিত করে কি না এমন প্রশ্নে শামীম ওসমান বলেছেন, ‘ভারতীয় সংবাদ মাধ্যমে নূর হোসেন কী বললো, কী বলবে আর কী বলবে না তা নিয়ে মোটেও আমি মোটেও চিন্তিত নই। নূর হোসেনের কথাবার্তা নিয়ে চিন্তা করবেন আদালত ও তদন্তকারী কর্মকর্তা।’
সোমবার সন্ধ্যায় সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নূর হোসেন কী বললো না বললো সেটা নিয়ে আমার এত চিন্তা করার কিছু নেই। সেটা দেখার দায়িত্ব আমার না। আদালত সেটা দেখবে।’
বাংলাদেশের কিছু গণমাধ্যমের সমালোচনা করে শামীম ওসমান আরো বলেন, ‘আমি একেবারে লেখাপড়া কম শিখি নাই। সারাদেশে আইনের ছাত্র হিসেবে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। যে দেশে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চান্দে দেখা গেছে, সেটার আবার নিউজও হয়। দু’একটা পত্রিকা কী লিখলো আর কী বললো তা নিয়ে আমি মোটেও চিন্তিত না।’
তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি এত দুর্বল প্রকৃতির লোক না। আমিই প্রথম সাহস করে নারায়ণগঞ্জে সাত খুনের পর বলেছিলাম- সর্ষের ভিতরই ভূত আছে। ইতিমধ্যে কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা আদালতে তা স্বীকারও করেছেন।’
উল্লেখ্য, সোমবার ভারতের বারাসতের আদালতে প্রিজনভ্যানে করে নেয়ার পথে হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। কে চক্রান্ত করেছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সেটা আপনারাই খুজে বের করুন। র্যাবকে কত টাকা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’
এসময় নজরুলের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন নূর হোসেন।
বাংলাদেশ সময়: ৮:৪৭:৪৮ ৩৭৮ বার পঠিত