নূর হোসেনের ব্ক্তব্যে চিন্তিত নন শামীম ওসমান

Home Page » আজকের সকল পত্রিকা » নূর হোসেনের ব্ক্তব্যে চিন্তিত নন শামীম ওসমান
মঙ্গলবার, ২৪ জুন ২০১৪



image_55468_0.jpgডেস্করিপোর্টঃভারতের আটক নারাণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন সেখানকার গণমাধ্যমকে বলেছেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। আর এই চক্রান্তকারীরাই তাকে ভারতে পাঠিয়েছে।নূর হোসেনের এই বক্তব্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রতি ইঙ্গিত করে কি না এমন প্রশ্নে শামীম ওসমান বলেছেন, ‘ভারতীয় সংবাদ মাধ্যমে নূর হোসেন কী বললো, কী বলবে আর কী বলবে না তা নিয়ে মোটেও আমি মোটেও চিন্তিত নই। নূর হোসেনের কথাবার্তা নিয়ে চিন্তা করবেন আদালত ও তদন্তকারী কর্মকর্তা।’
সোমবার সন্ধ্যায় সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নূর হোসেন কী বললো না বললো সেটা নিয়ে আমার এত চিন্তা করার কিছু নেই। সেটা দেখার দায়িত্ব আমার না। আদালত সেটা দেখবে।’
বাংলাদেশের কিছু গণমাধ্যমের সমালোচনা করে শামীম ওসমান আরো বলেন, ‘আমি একেবারে লেখাপড়া কম শিখি নাই। সারাদেশে আইনের ছাত্র হিসেবে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। যে দেশে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চান্দে দেখা গেছে, সেটার আবার নিউজও হয়। দু’একটা পত্রিকা কী লিখলো আর কী বললো তা নিয়ে আমি মোটেও চিন্তিত না।’
তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি এত দুর্বল প্রকৃতির লোক না। আমিই প্রথম সাহস করে নারায়ণগঞ্জে সাত খুনের পর বলেছিলাম- সর্ষের ভিতরই ভূত আছে। ইতিমধ্যে কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা আদালতে তা স্বীকারও করেছেন।’
উল্লেখ্য, সোমবার ভারতের বারাসতের আদালতে প্রিজনভ্যানে করে নেয়ার পথে হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। কে চক্রান্ত করেছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সেটা আপনারাই খুজে বের করুন। র‌্যাবকে কত টাকা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’
এসময় নজরুলের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন নূর হোসেন।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৪৮   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ