শনিবার, ২১ জুন ২০১৪

বিজিবির প্রশংসা করল বিএসএফ

Home Page » আজকের সকল পত্রিকা » বিজিবির প্রশংসা করল বিএসএফ
শনিবার, ২১ জুন ২০১৪



image_54692_03.jpgডেস্করিপোর্টঃজঙ্গি শিবিরের বিরুদ্ধে বিজিবির অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে বিএসএফ। গতকাল শুক্রবার বিএসএফের বিশেষ মহাপরিচালক বি ডি শর্মা আগরতলার শালবাগানে বিএসএফের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভারতীয় জঙ্গিদের ওপর অভিযান পরিচালনা করায় বিজিবির প্রশংসা করেন।তিনি সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরা সীমান্তের ওপারে বাংলাদেশে কমপক্ষে ২১টি বিদ্রোহী শিবির রয়েছে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় অন্য রাজ্যগুলোর সীমান্তের ওপারে কমপক্ষে এরকম ২৪টি শিবির রয়েছে।’এসব শিবিরের ৮০ থেকে ৯০ শতাংশই ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) পরিচালনা করে থাকে। তাদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় কাজ করে।’ বর্তমান বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদের ভূয়সী প্রশংসা করেন উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তে বিএসএফের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।
শর্মা বলেন, ‘বর্তমানে বিজিবি বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। তারা ভারতীয় বিদ্রোহীদের তাড়া করছে। কিন্তু ভৌগলিক অবস্থান ও পার্বত্য চট্টগ্রামে বিএসএফের জনবল স্বল্পতার কারণে সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি তারা (বিজিবি) খুবই ইতিবাচক। বিজিবির বর্তমান নেতৃত্ব খুবই ইতিবাচক। আমরা যখনই কোনো বার্তা পাঠাই তারা সাথে সাথেই ব্যবস্থা নেয়। এখন ঊভয় পক্ষে পাহাড়ি অঞ্চল একটা বড় সমস্যা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপারে বিজিবির সদস্য সংখ্যা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনুরোধে সাড়া দিয়ে তারা (বিজিবি) মিজোরাম রাজ্যের বনাঞ্চলে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। এটা করতে তারা নতুন ব্যটালিয়ন বাড়াচ্ছে ।’

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৪০   ৩৩৯ বার পঠিত