বৃহস্পতিবার, ১৯ জুন ২০১৪
খালেদা জিয়ার রিট খারিজ
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার রিট খারিজডেস্করিপোর্টঃদুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ এ রায় দেন।
এর আগে এ বিষয়ে বিভক্ত রায় দিলে গত ১৫ জুন তৃতীয় বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন।
গত ২৫ মে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
ওই দিন সিনিয়র বিচারপতি মামলার বিচারিক কার্যক্রমের উপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একইসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুইটির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ-প্রক্রিয়া কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন।
তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদন খারিজের আদেশ দেন।
মামলার কার্যক্রম স্থগিতের আবেদনে বিভক্ত রায় হওয়ায় নিয়ম অনুযায়ী মামলার নথিপত্র প্রধান বিচারপতির কাছে যায়। এরই প্রেক্ষিতে গত ১৫ জুন ওই আবেদনের নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করেন।
এর আগে গত ১২ মে মামলা দুইটির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন খালেদা জিয়া। ২০ মে ওই রিটের শুনানি হয়।
গেজেট না করে সাধারণ আদেশে দেওয়া ওই বিচারকের নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, রিট আবেদনে সেই আদেশ চাওয়া হয়।
পাশাপাশি বিচারিক আদালতে মামলা দুইটির কার্যক্রমে স্থগিতাদেশও চাওয়া হয়।
মামলা দুইটির অভিযোগ গঠন বিধিসম্মতভাবে হয়নি দাবি করে এর আগেও হাইকোর্টে এসেছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ গঠনের আগে মামলা দুইটি বাতিল চেয়েও উচ্চ আদালতে এসেছিলেন তিনি, তাও নিষ্ফল হয়েছিল।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগ এনে রমনা থানায় দায়ের করা হয় অপর মামলাটি।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ৯জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।
মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২৩ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্ট।
উল্লেখ্য, মামলা দুইটির বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৭ ৩১৬ বার পঠিত