সোমবার, ১৬ জুন ২০১৪

দুর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ শত শত ঘর বাড়ি নদী গর্ভে

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ শত শত ঘর বাড়ি নদী গর্ভে
সোমবার, ১৬ জুন ২০১৪



durgapurnadi-bangan.jpgস্টাফরিপোর্টারসুসঙ্গদুর্গাপুর(নেত্রকোনা)দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষাণ গ্রামটি নেতাই নদীর ভাঙ্গনের কবলে পড়ে ঘর ছাড়া হয়েছে শত শত মানুষ।সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্দঊষাণ বাজার এর উত্তর দিকের হাজীবাড়ীর উজান থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাচীনতম বসতী হাজী বাড়ির সামনের অংশসহ বসত ঘরের পাশ ঘেসে দক্ষিন দিকে স্থাপিত প্রচীন মসজিদটি ভাঙ্গনের মুখে রয়েছে। এবং প্রতিদিনই ভাঙ্গছে নতুন এলাকা। এই গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা এই এলাকার কোন খোজ খবর রাখেন না এ ভাবে ভাঙ্গতে থাকলে এই বন্দঊষাণ গ্রামটিই বিলিন হয়ে যাবে। তিনি জানান, নিজের বাড়ী রক্ষায় নিজ উদ্দ্যেগে বালির বস্তা ও বাঁশের খুটি দিয়ে কোন রকমে ভাঙ্গন রোধ এর চেষ্টা করছি, তবে ভাঙ্গন রোধে ব্যক্তিগত চেষ্টার পাশাপাশি সরকারি উদ্যোগ প্রয়োজন। ব্যক্তি উদ্যোগ বালুর বস্তা ও খুটি দিয়ে কোন রকমে নদী ভাঙ্গন রোধে চেষ্ঠা করা হলেও গ্রামটি রক্ষায় সরকারিউদ্যোগ গ্রহন করা না হলে দুর্গাপুরের মানচিত্র থেকে হারিয়ে যাবে গ্রামটি।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৮   ৩৬৭ বার পঠিত