সোমবার, ১৬ জুন ২০১৪

পানীয় তৈরির অবৈধ কারখানার সন্ধান

Home Page » আজকের সকল পত্রিকা » পানীয় তৈরির অবৈধ কারখানার সন্ধান
সোমবার, ১৬ জুন ২০১৪



image_53443_0.jpgডেস্করিপোর্টঃ সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় মাহাতাব বেগ সড়কে শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) তৈরির অবৈধ কারখানার সন্ধান পাওয়া গেছে।আজগর আলীর ছেলে আফজাল হোসেনের (৩০) এ কারখানায় রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বিভিন্ন ব্রান্ডের চার হাজার শক্তিবর্ধক পানীয় বোতল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল হোসেন পালিয়ে যান।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক তানভিরুল ইসলাম জানান, আফজাল হোসেন দীর্ঘদিন থেকে ওই বাসায় শক্তিবর্ধক পানীয় রয়ের হর্স বিডি, নাইট পাওয়ার, সেভেন হর্স পাওয়ার, রুচি ড্রিংকস, পাওয়ার ম্যান প্লাস, পাগলু টু উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন। তার কারখানায় অভিযান চালিয়ে শক্তিবর্ধক পানীয় বোতলসহ এসব তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১:০৩:০২   ৩৭৭ বার পঠিত