সোমবার, ১৬ জুন ২০১৪
দাঁত সাদা করবে লেবুর রস
Home Page » আজকের সকল পত্রিকা » দাঁত সাদা করবে লেবুর রসডেস্ক রিপোর্টঃদাঁতের দাগ, হলদে কিংবা লালচে ভাব সব বয়সের মানুষের একটা সাধারণ সমস্যা। এই সমস্যা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এর থেকে মুক্তি দিতে পারে লেবুর রস।
ঝকঝকে দাগমুক্ত দাঁত পেতে চাইলে দিনে দুইবার দাঁত ব্রাশ করুন এবং ব্রাশ করার পর লেবুর রস দিয়ে কুলকুচা করুন। লেবুর রসের জৈব অম্ল দাঁতের অবাঞ্ছিত দাগ, সূক্ষ্ম ময়লা আবরণ দূর করবে। নিয়মিত কাজটি করতে পারলে দ্রুত ফল পাবেন।
এছাড়াও আরও এক ধরনের চিকিৎসা রয়েছে। লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে টুথ পাউডারের মত তা দিয়ে দাঁত মাজুন। এরপর কুসুম গরম পানি দিয়ে কুলকুচা করুন। সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন।
বাংলাদেশ সময়: ৯:০০:৩৬ ৪৫৫ বার পঠিত