রবিবার, ১৫ জুন ২০১৪
আর্জেন্টিনার প্রত্যাশার কেন্দ্রে গোলমেশিন মেসি
Home Page » এক্সক্লুসিভ » আর্জেন্টিনার প্রত্যাশার কেন্দ্রে গোলমেশিন মেসিবঙ্গ-নিউজ :ব্রাজিল বিশ্বকাপ শুরু হয়েছে ১২ জুন। আজ শুরু হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘এফ’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। প্রতিযোগিতামূলক ম্যাচে আজই দুই দল প্রথম মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
১৯৮৬ সালে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জয় করেছিল। সেবার ডিয়েগো ম্যারাডোনা একক প্রচেষ্টায় আর্জেন্টাইনদের শিরোপা এনে দেন। ২৮ বছর ধরে চলা শিরোপাখরা এবার কাটানোর ব্যাপারে দারুণ প্রত্যয়ী আলেসান্দ্রে সাবেলার দল। অন্যদিকে বসনিয়া-হার্জেগোভিনা এবারই প্রথম নিজেদের পরিচয়ে বিশ্বকাপ খেলছে। ১৯৩০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার অংশ হিসেবে বিশ্বকাপের সঙ্গে ছিল তারা। তাই আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনার।
সব দিক থেকেই আজ এগিয়ে আর্জেন্টিনা। তারকাসমৃদ্ধ দল তারা। লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইনের মতো সময়ের সেরা গোলমেশিন আছে আর্জেন্টিনা দলে। অ্যাঞ্জেল ডি মারিয়া থাকায় মাঝমাঠও যথেষ্ট শক্তিশালী। রক্ষণভাগে হাভিয়ের মাসচেরানো ও মার্টিন দেমিচেলিসের মতো ফুটবলার আছে। তাছাড়া সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানও মেসিদের পক্ষে। বিশ্বকাপের গ্রুপপর্বের সর্বশেষ ১২ ম্যাচের ১০টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এর বিপরীতে একটিতে হেরেছে তারা। এ ১২ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল করেছে তারা; বিপরীতে গোল খেয়েছে মোটে চারটি।
আজো আর্জেন্টিনার প্রত্যাশার ভরকেন্দ্রে বার্সেলোনা ফরোয়ার্ড মেসি। ক্লাব ফুটবলে তিনি গোলের পর গোল করেছেন। কিন্তু জাতীয় দলের হয়ে সেরাটা দিতে না পারার অপবাদ ছিল তার। সে অপবাদও তিনি ঘুচিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে ১০ গোল করে। অবশ্য বিশ্বকাপে পরিসংখ্যান মেসির পক্ষে নেই। টানা চারবারের ফিফাসেরা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপও খেলেছেন। ২০১০ বিশ্বকাপে তিনি কেবল একটি গোল পান। দেশের হয়ে এবার বিশ্বকাপে জ্বলে ওঠার পালা মেসির।
তবে বসনিয়া দলেও আছে সময়ের সেরা স্ট্রাইকারদের একজন। তিনি এডিন জেকো। বিশ্বকাপের বাছাইপর্বে নিজে তো গোল করেছেনই, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে তার জুড়ি মেলার ভার ছিল। বসনিয়া-হার্জেগোভিনাকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট এনে দেয়ার পথে ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার ১০ গোল করেন এবং সতীর্থদের আরো ৪ গোল করান। শক্তির বিচারে ঢের এগিয়ে থাকা আর্জেন্টিনাও জেকোর উপস্থিতির কারণে বসনিয়া-হার্জেগোভিনাকে হালকাভাবে নিচ্ছে না।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বসনিয়া-হার্জেগোভিনার দুশ্চিন্তা বাড়িয়েছে সেযাদ স্যালিওভিচের ইনজুরি। গতকাল পর্যন্ত তার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি দলটির কোচ। আর্জেন্টিনা কোচ সাবেলার অবশ্য ইনজুরি নিয়ে দুর্ভাবনা নেই। মেসি, আগুয়েরো থেকে শুরু করে সবাই পুরো ফিট। তাদের লক্ষ্য একটাই, ব্রাজিল থেকে বিশ্বকাপ নিয়ে ফেরা। এর আগেই দলটির গোলমেশিন মেসি বলেছেন, আর্জেন্টিনার রাজপথে তিনি বিশ্বকাপের উত্সব দেখতে চান। সে চাওয়া পূরণের পথে আজ যাত্রা শুরু হচ্ছে মেসিদের।
আর্জেন্টাইন সমর্থকরা মেসির দিকে তাকিয়ে থাকলেও দলটির তারকা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার মনে করছেন, তার দল পুরোপুরি মেসিনির্ভর নয়। এমনকি মেসি নিজেও এ কথা বলেছেন। ফোরফোরটু ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমি মনে করি না আর্জেন্টিনা আমার ওপর নির্ভর করে।’ তিনি আরো যোগ করেন, ‘আমাদের দলে যারা আছেন, তারা নিজেদের সেরাটা দিলেই আমরা শিরোপা জিতে ফিরতে পারব এবং দেশকে বিশ্বকাপ এনে দেয়াটাই আমাদের মূল লক্ষ্য।’
মেসিকে আটকে রাখতে পারা মানেই আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলা। প্রচলিত এ তত্ত্বে আস্থা নেই বসনিয়া-হার্জেগোভিনা কোচ সফেত সুসিচের। তিনি বলেছেন, তার দল জোনাল মার্কিংয়ের ছকেই থাকবে। কেবল মেসির জন্য কোনো বিশেষ পরিকল্পনা নেই তার। বসনিয়া-হার্জেগোভিনা কোচ এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, আমরা আজো এমন কোনো ম্যাচ খেলিনি, যে ম্যাচে আমাদের ম্যান টু ম্যান মার্কিং পরিকল্পনা ছিল। মেসিকে নিয়েও এ ধরনের পরিকল্পনা নেই আমাদের। কেননা আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো হবে না।’
যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।
বাংলাদেশ সময়: ২০:৫১:৪৭ ৪১৮ বার পঠিত