রবিবার, ১৫ জুন ২০১৪

ইতালির উপকূলে সহস্রাধিক অনুপ্রবেশকারী উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » ইতালির উপকূলে সহস্রাধিক অনুপ্রবেশকারী উদ্ধার
রবিবার, ১৫ জুন ২০১৪



image_94942_0-300x176.jpgডেস্কঃইতালির উপকূলসীমান্তরক্ষীরা সমুদ্রসীমায় অভিযানের দ্বিতীয় দিনে সহস্রাধিক অবৈধ অনুপ্রবেশকারীকে উদ্ধার করেছে। দেশটির সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্রে জানা গেছে।ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৭৪ কিলোমিটার দূরবর্তী অঞ্চল থেকে পৃথক ৩টি নৌকা থেকে এ ‘আশ্রয়প্রার্থীদের’ উদ্ধার করেছে উপকূল সীমান্তরক্ষীবাহিনী ‘মারে নস্ট্রাম’-এর জাহাজ স্যান জর্জিও।

এছাড়া পার্শ্ববর্তী দেশ মাল্টার সমুদ্রসীমা থেকে আরও শতাধিক আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আগের দিন (শনিবার, ৭ জুন) ইতালির নৌবাহিনী আরও ১৭ টি নৌকা থেকে ২ হাজার ৫০০ আশ্রয়প্রার্থীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে। অনুকূল আবহাওয়ার সুযোগে ঐ অনুপ্রবেশকারীরা ইউরোপে প্রবেশে মরিয়া হয়ে উঠেছিল।

৬ জুন, শুক্রবার ৯৯৮ অনুপ্রবেশকারীকে উদ্ধার করে উপকূলরক্ষীবাহিনীর জাহাজ স্যান জর্জিও। ৯৯৮ জনের দলটিতে ছিলেন ২১৪জন নারী ও ১৫৭জন শিশু।

উদ্ধারকৃত আশ্রয়প্রার্থীদের সিংহভাগ ইরিত্রিয়া ও সিরিয়ার অধিবাসী বলে জানা গেছে। অবশিষ্ট জনেরা সাহারার নিকটবর্তী দরিদ্রতম আফ্রিকীয় দেশসমূহের অধিবাসী।

উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত ৬ লাখ ২০ হাজার বিদেশি ইতালিতে আশ্রয়ের আশায় অনুপ্রবেশ করেছে, যা গত ২০১৩ সালের তুলনায় ৪০ হাজার বেশি।

বাংলাদেশ সময়: ১২:২৯:০৩   ৩৭৫ বার পঠিত