শনিবার, ১৪ জুন ২০১৪

ফাইনালে মেসির পছন্দ ব্রাজিল

Home Page » এক্সক্লুসিভ » ফাইনালে মেসির পছন্দ ব্রাজিল
শনিবার, ১৪ জুন ২০১৪



বঙ্গ-নিউজ :এবারের ব্রাজিল বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট আর্জেন্টিনা ও ব্রাজিল। আর নিজেদের মাটিতে পরিচিত কন্ডিশনে খেলা হওয়ায় ব্রাজিলের আশাটা একটু বেশীই। তবে ৫ বারের শিরোপা জয়ী ব্রাজিলের মুখোমুখি হওয়াটা সহজ কথা না।

is2.jpg তবে আরেক ফেবারিট আর্জেন্টিনার ভাবনা কিন্তু আলাদা। আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসির ফাইনালের প্রতিপক্ষ হিসেবে প্রথম পছন্দ ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল। তার আগে এক সাক্ষাৎকারে মেসি তার এই আকাঙ্ক্ষার কথা জানান।তিনি বলেন, “বিশ্বকাপের ফাইনালে খেলা একটি স্বপ্ন। সবকিছু কিছু যেভাবে এগুচ্ছে তাতে আমি আশাবাদী, সেখানে পৌঁছাতে পারবো। আশা করি, ফাইনালে নেইমারের বিপক্ষে খেলবো।”প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পর্কে মেসি বলেন, “এটা ছিল খুব সুন্দর আর এটা ছিল টুর্নামেন্টে আমার প্রথম অভিজ্ঞতা। আমরা বিদায় নেয়ার পর যা হয়েছে, তাকে আমাদের অন্যায্য মনে হয়েছে। বিশেষ করে দল ভালো খেলার পর।” এবার বিশ্বকাপে তৃতীয় বারের মতো মাঠে নামতে যাচ্ছেন মেসি। তাই স্বাভাবিক ভাবেই এবার স্বপ্ন পূরণে সর্বস্ব ঢেলে দিতে চান তিনি। “আমি জিততে পছন্দ করি এবং এর জন্য যদি লড়াইও করতে হয় আমি করব।’’উল্লেখ্য, এর আগে নেইমার ও ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি জানান, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে চান তারা।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ০:৩৩:৫২   ৩৫৩ বার পঠিত