শুক্রবার, ১৩ জুন ২০১৪

অনুমতির চেয়ে বেশি ফরমালিন পাওয়া গেলে ব্যবস্থা-মনিরুল ইসলাম

Home Page » আজকের সকল পত্রিকা » অনুমতির চেয়ে বেশি ফরমালিন পাওয়া গেলে ব্যবস্থা-মনিরুল ইসলাম
শুক্রবার, ১৩ জুন ২০১৪



image_52801_0.jpgডেস্করিপোর্টঃফরমালিন আমদানিকারকদের কাছে অনুমতির চেয়ে বেশি ফরমালিন পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মনিরুল বলেন, ‘ডিএমপির ফরমালিন ও কার্বাইডযুক্ত ফলের বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তিন হাজার মন আম, আটশ মন জাম এবং ছয় লাখ পিস লিচু ধ্বংস করা হয়। অভিযানে যেসব ফল পরীক্ষা করা হচ্ছে সেগুলোর মধ্যে পেঁপের মধ্যে সবচেয়ে বেশি, ১৪৪ পিপিএম মাত্রায় ফরমালিন পাওয়া যাচ্ছে। এরপর বেশি পাওয়া যাচ্ছে আমের মধ্যে-১৩৪ পিপিএম।’
শুধু ফলই নয় ফলের পাল্প ও বাজারে প্রাপ্ত ম্যাংগো বারেও (আমসত্ব) উচ্চ মাত্রায় ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তিনি।
মনিরুল ইসলাম জানান, এখন থেকে শুধু ফলবাহী ট্রাকেই নয় ফলের আড়তেও অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৩   ৩৯২ বার পঠিত