শুক্রবার, ১৩ জুন ২০১৪
ঐতিহ্যকে রাঙিয়ে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪
Home Page » আজকের সকল পত্রিকা » ঐতিহ্যকে রাঙিয়ে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪এমদাদ সৈকত, বঙ্গ-নিউজ: হয়ে গেল ২০১৪ ব্রাজিল ফুটবল বিশ্বকাপ এর ওপেনিং। জমকালো একটি উদ্ভধোনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো এর যাত্রার। ব্রাজিলের আরেনা দে সাও পাওলোতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২.৩০ এ শুরু হয় এই আয়োজন। মাত্র ২৫ মিনিটের এই অনুষ্ঠানে প্রয়াস ছিল ব্রাজিলের ঐতিহ্য ফুটিয়ে তোলার। ঐতিহ্যকে খুব সুন্দর করে উপস্থাপন করেও খুব স্বল্প সময় এর এই অনুষ্ঠান যেন সবাইকে খানিক এর জন্য হতাশ করে চলে যাই।উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে অবশ্য স্বাগতিক দর্শকেরা অপেক্ষায় ছিলেন স্কলারি-নেইমারদের ‘হেক্সা’ জয়ের অভিযানের।
উদ্বোধনী অনুষ্ঠানের সব চেয়ে বড় আকর্ষণ ছিল পপ তারকা জেনিফার লোপেজ, পিটবুল, এবং ব্রাজিলিয়ান শিল্পী ক্লাওজিয়া লেইত। শুরুতে যদিও না আসার ঘোষণা দিয়েছিলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরে অবশ্য মত পরিবর্তন করেছিলেন। নাটকীয়ভাবেই স্টেডিয়ামের মাঝখানের ফুটবল আকৃতির এক মঞ্চের মাঝে থেকে বের হলেন জনপ্রিয় এই তিন সংগীতশিল্পী। গাইলেন বিশ্বকাপের গান “ওলে ওলা (উই আর ওয়ান)”।
আজকের এই আয়োজনকে গুছাতে ব্রাজিল সরকার আর ফিফা কমিটিকে পোহাতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। গত এক বছর ধরেই বিশ্বকাপ বিরোধী আন্দোলন, স্টেডিয়াম নির্মাণে বারবার ফিফার দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়া, অবকাঠামোগত অনেক শর্ত পূরণ না হওয়া- এসব সংশয় ছিল একের পর এক দাড়িয়ে। যদিও অবকাঠামোগত অনেক শর্ত পূরণ হয়নি অনেক ধরনের ঝামেলা পেরিয়ে এখন ব্রাজিল দেখছে বিশ্বকাপ।
ব্রাজিলের আকাশে ধরা পড়ছে নানান রঙ্গের আতশবাজি ব্রাযিলিয়ানরাও সেজেছে নানা আঙ্গিকে নিজেদের উপস্থাপনের তাগিদে। স্বপ্ন দেখছে ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দল, স্বপ্ন বিশ্বকাপকে হাতে নেওয়ার, দেশে নেওয়ার, ইতিহাস গড়ার।
অবশেষে উদ্ভধনী অনুষ্ঠান শেষে উদ্ভধনী খেলায় মাঠে নামলো ব্রাজিল এবং ক্রয়শিয়া। খেলার শুরুতেই স্বাগতিক ধলের মারসেলোর আত্মঘাতী গোলে ক্রয়শিয়া ১-০ তে এগিয়ে যায়। তারপর স্বাগতিক দল মরুয়া হয়ে যায় সমতা ফেরাতে। এই প্রচেষ্টায় ২৯ মিনিটের মাথাই সমতা ফেরান ব্রাজিলের নামকরা স্ট্রাইকার নেইমার। প্রথম অর্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয় অর্ধ শুরু হতে না হতে এ উভই দল আক্রমণাত্মক হয়ে যায়। এই যুদ্ধে আবার জয় পাই স্বাগতিক, পেনাল্টি কিক এ নিজের খাতাইয় আর একটি গোল লিখান নেইমার। খেলা যখন দ্বারপ্রান্তে পৌছায় তখন ক্রয়শিয়ার এক এর পর এক আক্রমণ স্বাগতিক দল আটকে দেয়। এর মাঝেই অস্কার তার গোলের খাতা খুলে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন। অবশেষে ৩-১ গোলে জয় নিয়ে ব্রাজিল, ২০১৪ বিশ্বকাপের শুভ সূচনা করে।
বাংলাদেশ সময়: ১৩:৪৩:২৭ ৪৯৮ বার পঠিত