রবিবার, ৮ জুন ২০১৪
আত্মহত্যা রুখতে ভারতের মেট্রোরেলে জীবনমুখী গান
Home Page » আজকের সকল পত্রিকা » আত্মহত্যা রুখতে ভারতের মেট্রোরেলে জীবনমুখী গানডেস্কঃভারতে প্রায়ই শোনা যায় মেট্রোরেলে আত্মহত্যা। এতে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে, বাড়ে যাত্রীদের দুর্ভোগ। এসব আত্মহত্যার ঘটনায় রেল কর্তৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠছে।এক সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ মানুষের আত্মহত্যার প্রবণতা হতাশা থেকে। এমন পরিস্থিতি সামাল দিতে এবং জীবন রক্ষা করতে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সচেতনতা বাড়াতে জীবনমুখী গীতিনাট্যের সাহায্য নিতে চলেছেন তারা।
শিগগিরই বিভিন্ন স্টেশনের প্লাটফর্মে সরাসরি শোনা যাবে বাউল গান। দেখা যাবে গীতিনাট্য। হতাশা কাটিয়ে জীবনে ফিরে আসার মন্ত্র। এই ওষুধে ভালই কাজ করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২৩:২২:২৬ ৪৪৭ বার পঠিত