বুধবার, ৪ জুন ২০১৪

আবারও মর্টারশেল ছুঁড়ল বিজিপি

Home Page » আজকের সকল পত্রিকা » আবারও মর্টারশেল ছুঁড়ল বিজিপি
বুধবার, ৪ জুন ২০১৪



bandarban_pbg_359187928.jpgবঙ্গ-নিউজঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে আবারও গুলিশ বর্ষণ ও মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের জামছড়ি এবং প্রত্যাঝিড়ি এলাকার ৪৫/৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। এসময় তারা ১৫ মিনিট ধরে গুলি ও মর্টারশেল নিক্ষেপ করে বাংলাদেশ সীমান্তে।

স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ৫০টির মতো পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের কমান্ডার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে, সীমান্তে মর্টারশেল নিক্ষেপ বা গোলাগুলির বিষয়ে কিছু জানায়নি বিজিবি কর্তৃপক্ষ।

মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃত্যুর পর থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। ৩০ মে বান্দরবানের দোছড়ি সীমান্তের পাইনছড়ির ৫২ নম্বর পিলার এলাকায় বিজিবির একটি টহল দলের ওপর গুলি চালালে মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।দুই দিন পর মিয়ানমার মিজানুরের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

এরপর থেকে সীমান্তে উভয় পক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। এবং, সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৫ জুন মিয়ানমারের মংডুতে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং ৯ ও ১০ জুন মিয়ানমারের নেপিডোতে মহাপরিচালক পর্যায়েও বৈঠকের কথা জানা গেছে।

বাংলাদেশ সময়: ৩:৪১:২২   ৪৩৫ বার পঠিত