মঙ্গলবার, ৩ জুন ২০১৪

আলো জ্বেলে ঘুমালে ওজন বাড়ে

Home Page » এক্সক্লুসিভ » আলো জ্বেলে ঘুমালে ওজন বাড়ে
মঙ্গলবার, ৩ জুন ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ image_84612_0.jpgআপনার ওজন কি দিনদিন বেড়েই চলেছে? কড়া ডায়েট চার্ট, নিয়মিত ব্যায়াম করেও ওজন কমাতে পারছেন না। বুঝে উঠতে পারছেন না কী কারণে এমনটা হচ্ছে। তাহলে এবার সতর্ক হন।কারণ রাতে আলো জ্বেলে ঘুমানোর অভ্যাসই কাল হয়ে দাঁড়িয়েছে আপনার। এর ফলে দিনকে দিন ওজন বেড়েই চলেছে। গবেষণায় এমনটাই দেখা গেছে।

ওজন বেড়ে যাওয়া এমন এক ধরনের অসুখ যা নিজের সাথে সূত্রপাত ঘটায় বিবিধ ধরণের আরো বহু অসুখের। যার মধ্যে অন্যতম হৃদপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রের সমস্যা।

এক লাখ ১৩ হাজার মহিলার উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যারা রাতে আলো জ্বালিয়ে ঘুমান তাদের ওজন বৃদ্ধির হার, যারা অন্ধকার ঘরে ঘুমান তাদের থেকে অনেক বেশি।

যদিও বিজ্ঞানীরা এই ঘটনার যথার্থ কারণ এখনো খুঁজে উঠতে পারেননি, তারা এর একটি সম্ভাব্য আনুমানিক ব্যাখ্যা দিয়েছেন।

তাদের মতে রাতে, ঘুমানোর সময় আলোর উপস্থিতি জৈবিক ঘড়ি নষ্ট করে দিতে পারে। আলোর উপস্থিতি মানসিক অবস্থা, শারীরিক ক্ষমতা, খাদ্য বিপাক প্রক্রিয়াসহ একাধিক বিষয়ের ওপর গভীর প্রভাব ফেলে। স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া গুলি ব্যাহত করতে পারে বহুলাংশে। অন্যদিকে অন্ধকারে ঘুমানোর কোনো ক্ষতিকর প্রভাব এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।-ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৫৯   ৩৬৩ বার পঠিত