সোমবার, ২ জুন ২০১৪

অবশেষে পাওয়া গেল সেই সুগন্ধি!

Home Page » আজকের সকল পত্রিকা » অবশেষে পাওয়া গেল সেই সুগন্ধি!
সোমবার, ২ জুন ২০১৪



image_49443_0.jpgডেস্কনিউজঃঅনেক জল ঘোলা হওয়ার পর চড়াই-উৎড়াই পারি দিয়ে শেষ পর্যন্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর জন্য বিদেশ থেকে আনা সচিবের সুগন্ধি (পারফিউম) পাওয়া গেছে। যেখান থেকে হারিয়েছিল, ঠিক সেখানেই পাওয়া গেল।তবে কে নিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত বুধবার সকালে সমাজকল্যাণ সচিব নাছিমা বেগমের অফিস থেকে একটি সুগন্ধি হারিয়ে যায়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের জন্য নিউইয়র্ক থেকে সচিব এ সুগন্ধিটি নিয়ে আসেন।
কিন্তু এটি হারিয়ে যাওয়ায় যতোসব কাণ্ড ঘটে গেল। চুরি হওয়া সুগন্ধিটি ফিরে পাওয়ার জন্য সচিবের গানম্যান পুলিশ কনস্টেবল উজ্বল দুটি থাপ্পড় দেন পরিচ্ছন্নতা কর্মী বাবু লালকে। অভিযোগ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী বাবু লাল ছাড়াও এমএলএসএস মো. রনিকেও সন্দেহ করে মারধর করা হয়।
এ ঘটনায় ৫০/৬০ জন পরিচ্ছন্নতা কর্মী ওইদিন সকালেই বিক্ষোভ করেন সচিবের কক্ষের সামনে। ওই সময় সচিব বাইরে থাকলেও দুপুরে ফিরে আসেন এবং চুরি যাওয়া সুগন্ধির জন্য ক্ষোভ প্রকাশ করেন। আর হারিয়ে যাওয়ার পর তা নিয়ে তুলকালাম কাণ্ড কেন ঘটল, তা নিয়েও ক্ষুব্ধ হন সচিব।
ওইদিন উপস্থিত পুলিশের সহকারী কমিশনার মশিউর রহমান সচিবকে নিশ্চয়তা দেন সুগন্ধি পাওয়া যাবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ঘটনাস্থলেই সচিবের দফতরের কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের জানিয়ে দেন, যেভাবেই হোক নিজেরা বের করে দিতে হবে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও এর কৌশলের উদাহরণ দিয়ে তিনি বলেন, সুগন্ধিটি নিজেরা বের করে দিলে কাউকে কিছু বলা হবে না।
এ ঘটনার পর সত্যি সত্যিই যেখানে সচিব সুগন্ধি রেখেছিলেন, পরদিন বৃহস্পতিবার সকালে সেখানেই পাওয়া গেছে। সচিবের কক্ষে কে বা কারা রেখে গেছেন সুগন্ধিটি।
রোববার সকালে সচিবের ব্যক্তিগত সহকারী (পিও) মোজাম্মেল হক জানান, সুগন্ধিটি পাওয়া গেছে এটাই বড় কথা, আরও কিছু জানতে হলে পুলিশের কাছে যান।

বাংলাদেশ সময়: ১০:০৩:২৪   ৪১৯ বার পঠিত