রবিবার, ১ জুন ২০১৪
স্কাইপিতে ভাষান্তর সুবিধা
Home Page » এক্সক্লুসিভ » স্কাইপিতে ভাষান্তর সুবিধাতমঃ বঙ্গ-নিউজ ডটকমঃ ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য ইতোমধ্যেই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে স্কাইপি। যোগাযোগের এই মাধ্যমটির অবস্থান আরও অটুট করতে মাইক্রোসফট স্কাইপিতে যুক্ত করতে চলেছে রিয়েল-টাইমে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তরের ফিচার।নতুন এই ফিচারের মাধ্যমে স্কাইপিতে তাৎক্ষণিকভাবে ভাষান্তরের সুবিধা পাওয়া যাবে।
ব্যবহারকারীর ভাষা যাই হোক না কেন, স্কাইপি ট্রান্সলেটর নামের ফিচারটি রিয়েল টাইমে ভাষা অনুবাদ করে অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের পথ সহজ করবে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এ প্রসঙ্গে বলেছেন, ফিচারটির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ভাষা আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নতুন ফিচারটি কিছু দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানানো হয়েছে। তবে স্কাইপি ট্রান্সলেটরের সুবিধা নিতে কোনও খরচ লাগবে কীনা তা জানানো হয়নি এখনও।
বলা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন স্কাইপি ব্যবহারকারীরা। ব্যাক্তিগত যোগাযোগে স্কাইপির কদর বাড়ছে নিত্যদিন। প্রতি মাসে বিশ্বে ৩০ কোটি মানুষ স্কাইপি ব্যবহার করেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৭:১৪ ৪০৫ বার পঠিত