সোমবার, ২৬ মে ২০১৪

দুর্গাপুরের বিরিশিরি একাডেমী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরের বিরিশিরি একাডেমী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
সোমবার, ২৬ মে ২০১৪



majina-pic-durgapur.jpgতমালসাহাস্টাফরিপোর্টারসুসঙ্গদুর্গাপুরনেত্রকোনা)
নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে আদিবাসী কৃষ্টি কালচার পরিদর্শনে আজ সোমবার বিকেলে দূর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী সফর করেছেন মার্কিন রাষ্ট্রদুত ড্যান মোজেনা।
বিরিশিরি একাডেমীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পী ও কলাকুশলীবৃন্দ তাদের নিজস্ব সংস্কৃতিতে মার্কিন রাষ্ট্রদূতকে বরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস উপস্থিত ছিলেন। দূর্গাপুর আসার পথে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ দেখে এ বিষয়ে তিনি জানতে চাইলে নেত্রকোনায় বাস এবং সিএনজি চালকদের বিরোধ নিয়ে সফরসঙ্গী জেলা প্রশাসক ড. মোঃ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোঃ জাকির হোসেন অবগত করেন। তাছাড়া মার্কিন রাষ্ট্রদূত এর সাথে মত বিনিময় করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক মি. যতিন্দ্র সাংমা, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আদিবাসী নেতা স্বপন হাজং সহ আদিবাসী নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪০   ৩৪৮ বার পঠিত