সোমবার, ২৬ মে ২০১৪
অধিক হারে কর অরোপ-ই হতে পারে তামাকের ব্যাবহার কমানোর উপায়
Home Page » আজকের সকল পত্রিকা » অধিক হারে কর অরোপ-ই হতে পারে তামাকের ব্যাবহার কমানোর উপায়বঙ্গ-নিউজঃ তামাকের ওপর উচ্চহারে কর অরোপ করলে শিক্ষার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার কমবে বলে মনে করেন জবি ছত্রকল্যাণ পরিষদের পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসির উদ্দিন। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।সমাবেশে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন বলেন, ডাব্লিউবিবি এর এক গবেষণায় দেখা গেছে প্রতিবছর বিড়ির পিছনে খরচ প্রায় দুই হাজার ৯ শ ১২ কোটি টাকা। যে টাকা দিয়ে ৪শ ৮৫ কোটি ডিম বা ১৪ লক্ষ টন চাল কেনা সম্ভব।
এ সময় বক্তারা আরোও বলেন, বাংলাদেশের সংবিধানে জনসাস্বাস্থ্যের ক্ষতিকর দ্রব্য নিষিদ্ধের কথা বলা হয়েছে। তাই তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা সাংবিধানিক দায়িত্ব।
র্যালি ও সমাবেশে আরো অংশগ্রহণ করেন ডব্লিউবিবি কর্মকর্তা ইমন, প্রত্যাশা সংগঠণের নির্বাহি সদস্য সাহাদাত হুসাইন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম বাবু সহ বিভিন্ন বিভাগের সাধারণ ছাত্রছাত্রীরা।
সমাবেশের আগে ‘তামাকের উপর কর বাড়াও - রোগ-মৃত্যুর হার কমাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি একজ র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭:১১:২৩ ৩৫০ বার পঠিত