সোমবার, ২৬ মে ২০১৪
সরকারের র্যাবকে জমি দেয়ার সিদ্ধান্ত বাতিল
Home Page » আজকের সকল পত্রিকা » সরকারের র্যাবকে জমি দেয়ার সিদ্ধান্ত বাতিলবঙ্গ-নিউজ ডটকমঃঢাকার অদূরে কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পারে র্যাব-১০-এর দপ্তর করার জন্য যে সাত একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দপ্তরের জন্য তাদের অন্য জায়গায় জমি বরাদ্দ দেয়া হবে। আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, গতকাল পাঁচজন মন্ত্রী ওই এলাকা সরেজমিনে দেখেছেন। এরপর পর্যালোচনা করে মনে হয়েছে, এ জায়গাটি বরাদ্দ দেওয়া হলে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারকাজ বাধাগ্রস্ত হবে। এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ সভায় নৌমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সাংসদ হাজি মোহাম্মদ সেলিম.
বাংলাদেশ সময়: ১৬:২৫:২৪ ৩৭৬ বার পঠিত