সোমবার, ২৬ মে ২০১৪

ব্রাজিলে প্রথম আর্জেন্টিনা

Home Page » আজকের সকল পত্রিকা » ব্রাজিলে প্রথম আর্জেন্টিনা
সোমবার, ২৬ মে ২০১৪



image_47270_0.jpgডেস্কঃপ্রথমবারের মতো ব্রাজিলে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়বারের মতো ব্রাজিলে বসছে বিশ্বকাপ আসর। এর আগে ১৯৫০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করে দেশটি। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে তখন বিশ্বকাপ বর্জন করেছিল আর্জেন্টিনা। ১৯৫০ সালের বিশ্বকাপ বর্জনের পেছনের কারণ ছিল ভিন্ন। ঘরের মাঠে আন্দোলনের কারণে কলাম্বিবিয়ান লীগ থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের গণহারে নিষিদ্ধ করেছিল ফিফা। তাই ব্রাজিল বিশ্বকাপ বর্জন করে তারা। সাবেক আর্জেন্টিনা ও ল্যাটিন আমেরিকার অন্যতম গোলকিপার ছিলেন আমাদের ক্যারিজো।
৮৮ বছরে পা দিতে যাওয়া ক্যারিজো বলেন, ‘তখন ডি স্টিফানো ও পিপো রোসির নিষিদ্ধকে বড় ক্ষতি হিসেবে দেখা হয়েছিল। রোসি ও স্টিফানো আক্রমণ ভাগে দুর্দান্ত ছিলেন। নিষিদ্ধের কারণে পরবর্তীতে স্টিফানো স্পেনের জয়ে মাঠ মাতিয়েছেন’। ল্যাটিন আমেরিকায় ১৯৪০ দশকে আর্জেন্টিনা ফুটবলের দুর্দান্ত সময় কাটছিল। আত্মবিশ্বাসী আর্জেন্টিনা ১৯৪৯ সালে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখতে ব্রাজিলে পাঠিয়েছিল এ দল। যেটা ভাল চোখে নেয় নি ব্রাজিল কর্তৃপক্ষ। ফিফা’র নিষেধাজ্ঞার পর প্রতিবেশী দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় ব্রাজিলকে অনেকটা দোষারোপ করে থাকে আর্জেন্টিনা। যে কারণে ১৯৫৪ বিশ্বকাপও বয়কট করার সিদ্ধান্ত নেয় তারা। তবে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ভালোই ভুক্তে হয়েছে ফুটবলারদের।
২০ বছর পর সুইডেন বিশ্বকাপে গিয়ে ধরাশায়ী হয়েছিল তারা। ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ল্যাটিন আমেরিকার দেশগুলো ইউরোপের ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল ছিল না বলে দাবি করেন ক্যারিজ। তিনি বলেন, ‘আমরা সুইডেন বিশ্বকাপে অনেক ভুগেছি। এখনও আমি সেই ছবি দেখি না। বিশ্বযুদ্ধের কারণে আমরা ইউরোপের দেশগুলোর সঙ্গে খেলতে পারতাম না। ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সে কি হচ্ছে আমরা জানতাম না। খেলার বাইরে থাকার কারণে ফলাফলে সেই প্রভাব পড়েছে’। আর্জেন্টিনা ফুটবলের পারফরমেন্স ফিরে আসতে বেশ কয়েক বছর লেগেছে। এর কয়েক বছর পরই ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ফুটবলাররা। ১৯৬২ বিশ্বকাপে ব্যর্থ হলেও ১৯৬৪ সালের ব্রাজিলে অনুষ্ঠিত নেশন্স কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর সুইডেন বিশ্বকাপে বিধ্বস্ত হওয়ার ২০ বছর পর ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ৭:০২:৩৫   ৩৯৩ বার পঠিত