শনিবার, ২৪ মে ২০১৪
মাত্র ১০-১৫ টাকায় উন্নত চিকিৎসা
Home Page » জাতীয় » মাত্র ১০-১৫ টাকায় উন্নত চিকিৎসাবঙ্গ-নিউজঃ হোটেল রেডিসন এর ঠিক উল্টোদিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে দেখা যায় চকচকে এক বিশাল ভবন, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। এখানেই মেলে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা।
(কুর্মিটোলা জেনারেল হসপিটাল- মহাখালী-বনানী পার হয়ে কুড়িল-বিশ্বরোডের ঠিক একটু আগেই।)
এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশনএর সুবিধা।
জানা যায়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নামে এ হাসপাতালটিতে তেমন একটা রোগী আসেনা প্রচারের অভাবে।
হয়তো অনেকেরই এ হাসপাতালে যাবার দরকার নেই তবু আমাদের চারপাশে যেসব খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে।
বাংলাদেশ সময়: ২০:২৬:০২ ৪৩২ বার পঠিত