শনিবার, ২৪ মে ২০১৪
প্রধানমন্ত্রী হয়েছেন বলে গুনাহ মাফ হতে পারে না - খালেদা জিয়া
Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী হয়েছেন বলে গুনাহ মাফ হতে পারে না - খালেদা জিয়াডেস্ক রিপোর্ঃটপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলে গুনাহ মাফ হয়ে যাবে। তা হবে না। আমার বিরুদ্ধে চারটা মামলা আছে। আপনার বিরুদ্ধে পনেরটি মামলা আছে। সেগুলো চালু করতে হবে।’শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী গুম-খুন-অপহরণের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি এ সমাবেশের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের জন্য এ র্যাব আমাদের গঠন করা লেগেছে। ৯৬ থেকে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার জন্যই এ র্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল। তাদের সময় যে পরিমাণ জঙ্গি হামলা বা সন্ত্রাসী হামলা হয়েছে তা অন্য কোনো সময় হয়নি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন এই র্যাবকে রাজনীতিবিদদের পেছনে লাগিয়ে দিয়েছে। যার ফলে নদী, নালা, ডাস্টবিনে লাশ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনাকেও আইনের আওতায় আসতে হবে। কোর্টই তখন আপনাকে (হাসিনা) জিজ্ঞাসাবাদ করবে। তাই বলছি এখনো সময় আছে এই পথ থেকে ফিরে আসুন।’
তিনি আরো বলেন, ‘এই দুর্নীতিবাজরা যতদিন দেশ থেকে দূর না হবে ততদিন দেশে কোনো উন্নতি হবে না। তাই এই অবৈধ সরকারকে বিদায় করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ আজ আতঙ্কিত। ঘরে ঘরে চলছে কান্নার রোল। মায়ের চোখের পানি কখনো বিফলে যায় না। এর ফল আপনাকে (শেখ হাসিনা) একদিন নিতেই হবে।’
তিনি বলেন, ‘৭ হত্যাকাণ্ড প্রসঙ্গে সরকারকে বলতে চাই, এখনো যারা আছে তাদের ফিরিয়ে দিন। পুলিশ বা র্যাব সেজে সাদা পোশাকে মাঝরাতে বাড়ি গিয়ে ধরে আনা যাবে না। গ্রেপ্তার করতে হলে অবশ্যই সাক্ষি রেখে তা করতে হবে। প্রয়োজনে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার করতে হবে, এবং বলতে হবে কোন অপরাধে গ্রেপ্তার করা হলো। বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৯ ৩৭৮ বার পঠিত