বৃহস্পতিবার, ২২ মে ২০১৪
মোদীর প্রথম সফর ঢাকায়, হবে তিস্তা চুক্তি
Home Page » জাতীয় » মোদীর প্রথম সফর ঢাকায়, হবে তিস্তা চুক্তিকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরেই তিস্তা চুক্তি সই হতে পারে। সরকারপ্রধান হিসেবে তার প্রথম সফরটিও হতে পারে ঢাকায়। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড।পত্রিকাটি বলেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে মোদীকে টেলিফোন করলে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। তাতেই তিস্তা চুক্তি প্রসঙ্গ আসে। মোদী তখন বলেছেন, তিনি ঢাকাই প্রথম সফর করবেন। এবং ঢাকাকে তিনি তার সেকেন্ড হোম বলেই মনে করেন।
কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি অর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।
বাংলাদেশ সময়: ১২:১৬:০৯ ৩৫৪ বার পঠিত