বুধবার, ২১ মে ২০১৪
বিশ্বকাপ ভাবনায় লুইসের নির্ঘুম রাত
Home Page » খেলা » বিশ্বকাপ ভাবনায় লুইসের নির্ঘুম রাতনিউজ ডেস্ক: বিশ্বকাপ ভাবনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইস। আর স্বাগতিক হওয়ার ভীষণ চাপকে ‘মধুর’ বলেই মনে হচ্ছে আরেক ডিফেন্ডার দানি আলভেসের।0
মঙ্গলবার সাও পাওলোও এক অনুষ্ঠানে লুইস বলেন, “আমরা উদগ্রীব, যদি এটা আগামীকাল থেকে শুরু হত। কিছু রাতে আমরা ঘুমাই না। নিজেদের ভক্তদের সামনে বিশ্বকাপ খেলার এটি দারুণ সুযোগ। আমি এটি শুরুর অপেক্ষায় অধীর।”
এক দশকের বেশি সময়ের পেশাদার ফুটবলের অভিজ্ঞতায় ব্রাজিলের এবারের দলের আবহটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে লুইসের। তিনি জানান, তাদের ঐক্য ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপ সামলাতে সাহায্য করছে।কিছুটা উদ্বেগ ভালো বলেই মনে করেন লুইস। এটা খেলা নিয়ে ভাবতে সাহায্য করে।
শেষ মুহূর্তের সমন্বয়ের জন্য আরো দুটি প্রীতি ম্যাচ পাচ্ছে ব্রাজিল। ৩ জুন পানামা ও ৬ জুন সার্বিয়ার বিপক্ষে খেলবে তারা।
স্বাগতিক ব্রাজিল এবার বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তবে তারা নিজেদের ভক্তদের চাপে থাকবে।
বার্সেলোনার আলভেস মনে করেন, দলের বেশিরভাগ সদস্যের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা না থাকলেও সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকায় কোনো সমস্যা হবে না তাদের।
“এটা মধুর চাপ, আর এই চাপ আমরা উপভোগ করি। কোনো চ্যালেঞ্জের মুখে না পড়লে কিছু অর্জন করার প্রেরণা পাওয়া যায় না। আমরা এটা ইতিবাচক হিসেবেই দেখছি।”
ক্রোয়েশিয়ার বিপক্ষ ম্যাচ দিয়ে ১২ জুন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।
বাংলাদেশ সময়: ২২:৫৮:০৭ ৩৫৯ বার পঠিত