বুধবার, ২১ মে ২০১৪
অ্যান্টার্কটিকায় দ্বিগুন হারে বরফ গলছে
Home Page » আজকের সকল পত্রিকা » অ্যান্টার্কটিকায় দ্বিগুন হারে বরফ গলছেডেস্কঃঅ্যান্টার্কটিকা মহাদেশে প্রতি বছর ১৬হাজার কোটি মেট্রিক টন বরফ গলছে। চার বছর আগের তুলনায় এ হার দ্বিগুন। ইউরোপের ক্রাইয়োস্যাট উপগ্রহের তথ্য, উপাত্তের ভিত্তিতে পরিচালিত এক সমীক্ষায় এমনটা উঠে এসেছে। সমীক্ষায় প্রাপ্ত তথ্যের আলোকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, প্রতিবছর বিশ্বব্যাপী সমূদ্রপৃষ্ঠের উচ্চতা ০.৪৩ মিলিমিটার বৃদ্ধি পেতে পারে। গবেষণায় নিয়োজিত বিজ্ঞানিরা মহকাদেশটিকে তিনটি ভাগে ভাগ করেছেন। পশ্চিম অ্যান্টার্কটিক, পূর্ব অ্যান্টার্কটিক ও অ্যান্টার্কটিক উপদ্বিপ। তিনটি এলাকাতেই বরফ গলছে। প্রতিবছর উচ্চতা কমছে ২ সেন্টিমিটার করে। বছরপ্রতি পশ্চিম অ্যান্টার্কনিকায় বরফ গলেছে ১৩হাজার ৪শ কোটি টন, পূর্ব অ্যান্টার্কটিকায় ৩০০ কোটি টন আর অ্যান্টার্কটিক উপদ্বিপ এলাকায় ২হাজার ৩শ কোটি টন। নতুন এ গবেষণামূলক সমীক্ষা জিওগ্রাফিক্যাল রিসার্স লেটার্সে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও নাসা অ্যান্টার্কটিক হিমবাহ গলে যাওয়ার বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বরফ গলা এখন আর ঠেকানো সম্ভব নয়। -
বাংলাদেশ সময়: ৯:০৯:৩৯ ৩৮৭ বার পঠিত