মঙ্গলবার, ২০ মে ২০১৪

মন্ত্রিত্ব পেতে সুপারিশ গ্রহণযোগ্য হবে না :মোদী

Home Page » আজকের সকল পত্রিকা » মন্ত্রিত্ব পেতে সুপারিশ গ্রহণযোগ্য হবে না :মোদী
মঙ্গলবার, ২০ মে ২০১৪



image_45110_0.jpgডেস্কঃমন্ত্রিত্ব পেতে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের অনেকেই মন্ত্রিত্ব পেতে মোদীর কাছে ছুটে বেড়াচ্ছেন। বিজেপি ও জোটের শীর্ষ নেতাদের সুপারিশ পেশ করছেন।মোদী অধিকাংশদেরই বলে দিচ্ছেন, মন্ত্রিত্বের আশা না করে বরং রাজ্যে দলের শক্তি বৃদ্ধি করুন। সেটাই দল ও জনগণের জন্য বেশি উপকারে আসবে। কোন তদবির নিয়ে না আসার কথাও তিনি সাফ জানিয়ে দেন।
জানা যায়, ফলাফল ঘোষণার পর থেকেই দল ও জোটের অধিকাংশ নেতা মন্ত্রী হতে মোদীর সম্মতি পেতে চেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে মঙ্গলবার বিজেপি নেতা মনোহর পারিকার ও স্মৃতি ইরানি মোদীর সঙ্গে দেখা করেছেন। আরো দেখা করেছেন বিজেপি জোটভূক্ত পাঞ্জাবের আঞ্চলিক দল শিরোমণি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল। এছাড়া দেখা করার কথা রয়েছে এনডিএ জোটের অন্যতম শরিক জোটের শিব সেনা ও তেলেগু দেশম পার্টির প্রতিনিধিদের।
অনেকে মনে করছেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও দলের অধিকাংশই মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হতে পারেন। আর জোটের অনেক প্রভাবশালী নেতাও বাদ পরতে পারেন নতুন মন্ত্রিসভার সদস্য হওয়া থেকে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০০   ৩৮২ বার পঠিত