সোমবার, ১৯ মে ২০১৪
পদ্মা সেতুর কাজ পেলো চীনের মেজর ব্রিজ
Home Page » জাতীয় » পদ্মা সেতুর কাজ পেলো চীনের মেজর ব্রিজবঙ্গ-নিউজঃ পদ্মাসেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে ‘চায়না মেজর ব্রিজ অ্যান্ড কোম্পানি’ নামের চীনের একটি প্রতিষ্ঠান। আগামী তিন সপ্তাহের মধ্যে এই প্রতিষ্ঠানকে সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পরামর্শক প্রতিষ্ঠান ও স্থানীয় কারিগরি কমিটির পরীক্ষা নিরীক্ষায় চায়না মেজর ব্রিজ অ্যান্ড কোম্পানি লিমিটেড নির্বাচিত হয়েছে। তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটির অনুমোদন সাপেক্ষে মূল পদ্মাসেতুর কার্যাদেশ দেয়া হবে।
তিনি আরও বলেন, আগস্টে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে। আগামী ২০১৭ সালের শেষে বা ২০১৮ সালের প্রথম দিকে অর্থাৎ সাড়ে তিন বছরে পদ্মাসেতুর মূল কাজ শেষ হবে।
যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও অপু উকিল এমপি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:০২:১৯ ৪১৬ বার পঠিত