রবিবার, ১৮ মে ২০১৪

দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় এ-প্লাস ৫১ পাশের হার ৯৩%

Home Page » সারাদেশ » দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় এ-প্লাস ৫১ পাশের হার ৯৩%
রবিবার, ১৮ মে ২০১৪



স্টাফ রিপোর্টর,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
সারাদেশে শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৮টি বিদ্যালয় থেকে এ-প্লাস পেয়েছে ৫১ পরীক্ষার্থী পাশের দাড়িয়েছে ৯৩%। উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাসির উদ্দিন জানান এবারের পরীক্ষায় দুর্গাপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল স্কুল পর্যায়ে ১২৪১ জন পাশ করেছে ১১৪৩ জন। তাছাড়া মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ছিল ৭০জন পাশ করেছে ৬৮ জন এ-প্লাস পেয়েছে ৪ জন। এবারের পরীক্ষায় এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৯,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭,বিরিশিরি পিসিনল মেঃ উচ্চ বিদ্যালয় থেকে ৩,সুসং আদর্শ বিদ্যানিকেতন থেকে ২,গুজিরকোনা উচ্চ বিদ্যালয় থেকে ৯,কৃঞ্চেরচর উচ্চ বিদ্যালয় থেকে ৪,চন্ডিগড় উচ্চ বিদ্যালয় থেকে ১ এবং নবারুন উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন এ-প্লাস পেয়েছে। শিক্ষক শিক্ষার্থী অবিভাবকরা জানান এবারের ফলাফলে তারা খুশি তবে আরো ভাল হওয়া উচিত ছিল

বাংলাদেশ সময়: ২৩:২৪:২১   ৩৮৮ বার পঠিত