শুক্রবার, ১৬ মে ২০১৪

পোশাক কর্মীর লাশ উদ্ধার কারখানা থেকে

Home Page » জাতীয় » পোশাক কর্মীর লাশ উদ্ধার কারখানা থেকে
শুক্রবার, ১৬ মে ২০১৪



two-feet-dead-body-7707277.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর তেজগাঁও এলকায় কারখানার বাথরুম থেকে ফাতেমা বেগম (৩১) নামের এক পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।নিহত ফাতেমা টাঙ্গাইল ঘাটাইল উপজেলার জাবেদ আলীর মেয়ে।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ২৩২/২৩৪ আরমানা ‍অ্যাপারেন্স লিমিটেড নামের এক পোশাক কারখানা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বঙ্গ-নিউজকে বলেন, রাত একটার দিকে কারখানার নিরাপত্তা কর্মী নুরুল ইসলাম ও কামাল সাত তলার বাথরুম ভেতর থেকে আটকানো এবং পানি পরার শব্দ পেয়ে কড়া নাড়ে। কোনো শব্দ না পেলে সন্দেহজনক মনে হওয়ায় থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙে ফাতেমার লাশ উদ্ধ‍ার করে।

ফাতেমা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ফাতেমার মৃত্যু হয়েছে।

তবে মৃ্ত্যুর কারণ নিশ্চিত হতে শুক্রবার সকাল নয়টায় নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৫৮   ৪০২ বার পঠিত