বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪

শখ থেকে স্বীকৃতি

Home Page » ফিচার » শখ থেকে স্বীকৃতি
বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪



10314740_862602520432911_312398614473882072_n.jpgবঙ্গ-নিউজঃ শখের বশে আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু সেই শখ যখন এনে দেয় স্বীকৃতি, তখন তাতে যোগ হয় অন্য মাত্রা। আর এমন-ই এক শখ হল ফটোগ্রাফি বা ছবি তোলা। আমারা অনেকেই ছবি তুলে থাকি, কিন্তু সেই ছবিও যে স্বীকৃতি এনেদিতে পারে  তাহয়তো অনেকেই ভাবি না। ঠিক এমনটিই ঘটেছিল ব্রাক-বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিকুর জীবনে। এ বছর পহেলা বৈশাখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছিল ‘রঙে রঙে আলপনা ১৪২১’ ফটো প্রতিযোগিতার,যার মূল বিষয় ছিল আলপনা কেন্দ্রিক বিষয়বস্তু সম্বলিত ছবি জমা দিয়ে দর্শক ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হওয়া। শখের

বসেই ওই প্রতিযোগিতায় ছবি জমাদিয়েছিল জিকু, আর সেই প্রতিযোগিতার প্রথম পুরষ্কার, তার ছবি প্রেমে এক নতুন মাত্রা এনেদিয়েছে। এটি ফটোগ্রাফার হিসেবে তার প্রথম স্বীকৃতি। জিকুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে

জানায়- ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি তার প্রবল আগ্রহ কাজ করত। যেখানে-সেখানে, ছোটখাটো বিষয়বস্তুকে সযত্নে ক্যামেরা বন্দি করতে সে কখনই ভুল করত না। সে আরও জানায় প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে নয়, শখের বশেই তার এই ছবি তোলা।
সদ্য প্রাপ্ত স্বীকৃতি তাকে অনেক আনন্দ দিয়েছে, সেই সাথে বার্জার পেইন্টস এর এই উদ্যোগকেও একটি মহৎ উদ্যোগ বলে জানায়। তার মতে এরকম সুযোগ সৃষ্টি করা হলে নতুন প্রজন্ম এরকম সৃষ্টিশীল কাজে আরও আনুপ্রানিত হবে।

বাংলাদেশ সময়: ২০:১৪:১৬   ৪৪৩ বার পঠিত