বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪
পশ্চিমা দেশগুলোকে পাগলামি বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া
Home Page » বিশ্ব » পশ্চিমা দেশগুলোকে পাগলামি বন্ধের হুমকি দিয়েছে রাশিয়াবঙ্গ-নিউজঃ রাশিয়া এবার হুঁশিয়ারি উচ্চারণ করলো পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে। ইউক্রেন পরিস্থিতিকে উল্লেখ করে রাশিয়া জানিয়েছে, যদি এই বিকারগ্রস্ততা অব্যাহত থাকে তাহলে পাল্টা জবাবের বিষয়টি মস্কো বিবেচনা করতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি আরও বলেন, “যদি পশ্চিমা দেশগুলো তাদের অপেশাদার ও বিকারগ্রস্ত নীতি অব্যাহত রাখে তাহলে আমরাও পাল্টা কিছু করার কথা ভাবতে বাধ্য হব।” সে সময় তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের নতুন নিষেধাজ্ঞা মস্কোর অবস্থানকেই শুধু শক্ত করবে।রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া কারোর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে চায় না তবে ওয়াশিংটন ও ব্রাসেলস থেকে যেসব হুমকি আসছে তাতে মনে হচ্ছে তারা প্রতিশোধ নিতে চায়। রাশিয়া ইউক্রেন পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছে। এ অভিযোগে তারা রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। অন্যদিকে, রাশিয়া এ অভিযোগে বরাবরই অস্বীকৃতি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২২:১৯ ৩৪৫ বার পঠিত