বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪
বুড়িগঙ্গা বাঁচাতে ইটিপি নির্মাণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী……
Home Page » আজকের সকল পত্রিকা » বুড়িগঙ্গা বাঁচাতে ইটিপি নির্মাণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী……বঙ্গ-নিউজ ডটকমঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িগঙ্গা বাঁচাতে একটি কেন্দ্রীয় শোধনাগার (এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি) নির্মাণের নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বন ও পরিবেশ মন্ত্রণালয় পরির্দশনের সময় প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন বর্জ্য ১৩৫ টি পয়েন্টে বুড়িগঙ্গা নদীতে নির্গত হচ্ছে। বুড়িগঙ্গাকে দেখলেই এখন চোখে পানি এসে যায়।তিনি বলেন, এসব বর্জ্য পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করলেও রাজধানী দূষিত হয়ে পড়বে। এ জন্য নদীর তীরে একটি ওয়াল তৈরি করে বর্জ্যগুলো শোধনের পর নদীতে ফেলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এতে হয়তো অনেক টাকা লাগবে। কিন্তু যে ক্ষতি হচ্ছে সে তুলনায় ওই টাকা কিছুই না।
এক্ষেত্রে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা জানান, এর বাইরে রাজধানীর হাতিঝিলেও একটি ইটিপি স্থাপন করা হবে। তা না হলে হাতিরঝিলের পানিও দূষিত হয়ে পড়বে।
বন ও পরিবেশ মন্ত্রণালয়কে বক্স কালভার্ট নির্মাণে কোনো ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পান্থপথে একসময় খাল ছিল। কিন্তু সেখানে বক্স খালভার্ট নির্মাণ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে সেগুনবাগিচা, পল্টন খালও বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে বিভিন্ন এলাকা তলিয়ে যায়।
একই সঙ্গে বিভিন্ন সড়কের মোড়গুলোকে ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
পরিবেশর নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময় রাস্তার পাশে রেইন্ট্রি গাছ ছিল। ওই সময় রাস্তা দিয়ে গেলে বেশ ঠাণ্ডাও লাগতো। কিন্তু এখন সেখানে অন্য প্রজাতির গাছ লাগানো হচ্ছে। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, উত্তরাঞ্চলে ইউক্যালিপ্টাস গাছ লাগানোর ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই গাছ মাঠির রস শুষে নিচ্ছে বেশি। এতে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, এ বিষয়গুলোকেও দেখতে হবে।
কন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং বাংলাদেশেকে রক্ষা করতে হলে মাটি ও পরিবেশকে রক্ষা করতে হবে। এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম।
বাংলাদেশ সময়: ১৫:২৩:২৭ ৩৫২ বার পঠিত