বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪

বিএনপির ষড়যন্ত্র স্বাধীনতার বিরুদ্ধে - আমির হোসেন আমু

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপির ষড়যন্ত্র স্বাধীনতার বিরুদ্ধে - আমির হোসেন আমু
বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪



image_43347_0.jpgডেস্করিপোর্টঃবিএনপি দেশে সাংবিধানিক শুন্যতা সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে।বিএনপি ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’র আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন আমু।
আমু বলেন, বিএনপি দেশ, দেশের স্বার্বভৌমত্ব ও জাতীয় সংগীতে বিশ্বাস করে না। তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশকে একটি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে ঢেলে দিতে চায়।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করি। তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি এই সরকারের রূপ কী। পরবর্তীতে তত্ত্ববধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থি হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে। এরই পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, যা আর কোনোদিনই ফিরে আসবে না। আগমী নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনেই হবে।
যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:২৬:২৯   ৩৬১ বার পঠিত