বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪

অবরোধ অব্যাহত ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে

Home Page » জাতীয় » অবরোধ অব্যাহত ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে
বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪



thakurgaon_road_bg_565969382.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ চাঁদাবাজি ও জুয়া খেলার অভিযোগে পুলিশের হাতে আটক ৮ পরিবহন শ্রমিকের মুক্তি দাবিতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে অবরোধ অব্যাহত রয়েছে।ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনের মহাসড়ক থেকে বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ তাদের আটক করে।

এর প্রতিবাদে রাত ১২টা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক, ট্যাংক-লড়ি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত অবেরাধের কারণে মহাসড়কের উভয়পাশে অন্তত দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিক অবরোধে আটকা পড়া ঢাকাগামী ও দুরপাল্লার বাসের যাত্রীরা নেমে হেঁটে ও রিকসা করে ফিরে গেছেন। তবে পণ্যবাহী ট্রাকগুলো নিয়ে এর চালক ‍ও মালিকরা পড়েছেন বিপাকে।

পুলিশের হাতে আটকরা হলেন, ঠাকুরগাঁও ট্রাক ট্যাংক-লড়ি শ্রমিক আব্দুস সামাদ, আব্দুল হাকিম, আতিকুল ইসলাম এবং দিনাজপুর শ্রমিক ইউনিয়নের সোহেল রানা, গাজীউল ইসলাম, হাবিব, জাফর হোসেন ও মাসুম।

ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টার্মিনালে মিনিবাসে বসে থাকা অবস্থায় পুলিশ শ্রমিক ইউনিয়নের ৫ জন ও ট্রাক, ট্যাংক-লড়ির ৩ জনকে আটক করে নিয়ে যায়।

ট্রাক, ট্যাংক-লড়ি ও মোটর মালিক সমিতি থেকে ওই রাস্তায় নিয়মিত টোল তোলা হয় বলে দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংক-লড়ি সমিতির সভাপতি সুজন আলী বলেন, আটক শ্রমিকদের ছেড়ে না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, তারা শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।

তবে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশের কোনে সদস্যকে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ৯:৫৫:৫৫   ৩৭৪ বার পঠিত