বুধবার, ১৪ মে ২০১৪

কালো গ্লাস নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Home Page » জাতীয় » কালো গ্লাস নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বুধবার, ১৪ মে ২০১৪



high-quality-0-75-3m-2mil-black-color-font-b-car-b-font-window-film-font.jpg বঙ্গ নিউজ ডটকমঃ গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বুধবার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনটি দায়ের করেন।

আগামী রোববার বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন মনজিল মোরশেদ।

রিট আবেদনে বলা হয়, মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স ১৯৮৩ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এসআরও-তেও এমন কোনো বিধান নেই যার কারণে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।

অন্যদিকে চলতি বছরের ৩০ এপ্রিল সরকারের উক্ত সিদ্ধান্ত শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ মে বিল্ট-ইন গাড়ির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়- মর্মে একটি সিদ্ধান্ত নেন। এটাও বৈষম্যমূলক।

আবেদনে সরকারের এসব সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থার আদেশ প্রার্থনা করা হয়।

রিটের বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ডিএমপি যুগ্ম-কমিশনার (ট্রাফিক) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি।

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৯   ৪৫৭ বার পঠিত