মঙ্গলবার, ১৩ মে ২০১৪

দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র পেলো নতুন স্বাধীনতা

Home Page » বিশ্ব » দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র পেলো নতুন স্বাধীনতা
মঙ্গলবার, ১৩ মে ২০১৪



images2.jpgবঙ্গ-নিউজঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ তাদের স্বাধীনতার ঘোষণা করেছেন। রোববার অনুষ্ঠিত গণভোটে এই দুই প্রজাতন্ত্রের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়, যার উপর ভিত্তি করেই এই ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের একজন উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় যখন আগামী ২৫ মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন এই ঘোষণা দিলেন দুই প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ। এই দুই অঞ্চল ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে না বলেও এর আগে ঘোষণা করা হয়েছে। রোববারের গণভোটে দোনেতস্কের ৮৯% এবং লুহানস্কের ৯৬% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে সেখানকার নেতৃবৃন্দ ঘোষণা করেছেন। স্বঘোষিত গভর্নর ভ্যালারি বোলোতোভ লুহানস্ক নগরীতে অনুষ্ঠিত এক সমাবেশে ঘোষণা করেছেন, জনগণ স্বাধীন রাষ্ট্র লুহানস্ক প্রজাতন্ত্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। অবশ্য তিনি রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার ঘোষণা সরাসরি না দিলেও রুশ ফেডারেশনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন, দোনেতস্কের স্বঘোষিত গভর্নর।

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩০   ৪১৭ বার পঠিত