মঙ্গলবার, ১৩ মে ২০১৪

৯ বাংলাদেশিসহ ১১ জনের আগুনে পুড়ে মৃত্যু

Home Page » বিশ্ব » ৯ বাংলাদেশিসহ ১১ জনের আগুনে পুড়ে মৃত্যু
মঙ্গলবার, ১৩ মে ২০১৪



বঙ্গ-নিউজঃ সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় সোফা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশিসহ মোট ১১ জন শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে  ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। ওই ফ্যাক্টরিতে শ্রমিক থাকতেন মোট ১৫ জন। যার মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ভারতীয় দুইজন। নিহত বাংলাদেশি নয় জনের মধ্যে কুমিল্লার মো. জালাল (৩৫), আ. গাফফার (৩২), মো. সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান ও শাহ আলম । এছাড়া জাকিরের (৫৫) বাড়ি ফেনী ও আফতাবের (৪৫) বাড়ি মাদারীপুর জেলায়।
এদিকে, যারা প্রাণে বেঁচে গেলেন, তারা হলেন- মানিকগঞ্জের হান্নান মোল্লা (৩৪), কুমিল্লা তিতাসের দুলাল (২৭) ও রাজি উদ্দিন। উক্ত ফ্যাক্টরিতে কর্মরত আব্দুল হান্নান জানান, নিহতরা সবাই ওই ফ্যাক্টরিতেই থাকতেন। কাজ শেষে বিশ্রামের জন্য তারা তখন সেখানেই অবস্থান করছিলেন। জানা গেছে, উদ্ধার কর্মীরা মোট নয়জনের লাশ ফ্যাক্টরি থেকে বের করতে সক্ষম হয়েছেন। এই অগ্নিকান্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক সর্টসার্কিট-কে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪২   ৩৫৩ বার পঠিত