মঙ্গলবার, ১৩ মে ২০১৪

না.গঞ্জে নিহতদের স্বজনদের পাশে খালেদা

Home Page » আজকের সকল পত্রিকা » না.গঞ্জে নিহতদের স্বজনদের পাশে খালেদা
মঙ্গলবার, ১৩ মে ২০১৪



image_42508_0.jpgডেস্করিপোর্টঃঅপহরণের পর হত্যাকাণ্ডে নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার গাড়িবহর নারায়ণগঞ্জে এসে পৌঁছায়। এরপর সোয়া ১২টার দিকে অপহরণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার কাউন্সিলর নজরুল ইসলামের বাড়িতে যান।
সেখানে নজরুলের পরিবারের সদস্যরা ছাড়াও নিহতদের পরিবারের লোকজন রয়েছেন।
এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরকে শুভেচ্ছা জানাতে পথে পথে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান তারা। খালেদা জিয়াও তাদের শুভেচ্ছার উত্তর দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গাড়ি বহর দলীয় কার্যালয় নয়াপল্টন দিয়ে যাওয়ার সময় হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। এ সময় তার গাড়ি বহর ধীর গতিতে চলে। বিএনপি প্রধানও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এদিকে ছুটির দিন হলেও গাড়ি বহরকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ কাঁচপুর ব্রিজ, সাইনবোর্ড এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
অপহরণের পর সাত খুনের হোতাদের গ্রেফতার ও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তারা। এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে গুলশানের বাড়ি থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে খালেদা জিয়ার গাড়ি বহর রওয়ানা দেয়।
গাড়ি বহরে বিএনপি নেতাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের গাড়িও বহরে ‌আছে।এদিকে নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে।
যাত্রাবাড়ী ফ্লাইওভার, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুশৃঙ্খলভাবে গাড়ি বহর চলতে সাহায্য করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

বাংলাদেশ সময়: ১৪:০০:২৬   ৩৫৩ বার পঠিত