সোমবার, ১২ মে ২০১৪
‘গ্রাফিন’ বিজ্ঞানের এক নতুন চমক
Home Page » এক্সক্লুসিভ » ‘গ্রাফিন’ বিজ্ঞানের এক নতুন চমকবঙ্গ-নিউজঃ কাঁচের মত স্বচ্ছ আর স্টিলের চেয়েও শক্তিশালী সবচেয়ে পাতলা পদার্থ ‘গ্রাফিন’ তৈরির মাধ্যমে চমক সৃষ্টি করেছে যুক্তরাজ্যের এক গবেষক দল। বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা সম্পন্ন গ্রাফিন, প্রযুক্তি-বিশ্বে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে ধারণা বিশ্লেষকদের। গ্রাফাইটের ভিন্ন রূপ হলো গ্রাফিন, যা এসেছে কার্বন থেকে। সিলিকনের বিকল্প হিসেবে গ্রাফিনের ব্যবহারই পারবে প্রযুক্তির ব্যবহারকে বদলে দিতে।
গবেষকরদের মতে, গ্রাফিনে এমন একটি বিশেষ প্রক্রিয়া আবিষ্কার করা হয়েছে, যা ব্যবহার করে, ভবিষ্যতে স্মার্টফোন আরও পাতলা ও টেকসই করা সম্ভব। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে আসছে প্রিন্টেড গ্রাফিন ইলেকট্রোড, যা মোবাইলের টাচ স্ক্রিনে ব্যবহৃত হবে। এছাড়াও, বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম সিলিকন ট্রানজিস্টারের বদলে গ্রাফিন ট্রানজিস্টারের উৎপাদন শুরু করেছে। গ্রাফিন তাপ সুপরিবাহী বলে সহজে তাপ ছেড়ে দিতে পারবে। ফলে, কম্পিউটার ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ। ‘গ্রাফিন’ স্বচ্ছ হওয়ায় ভিডিওচিত্র প্রদর্শনের মূল উপাদান হিসেবেও বেশ ভালভাবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।
বাংলাদেশ সময়: ১৯:২০:২৫ ৪৬৭ বার পঠিত