সোমবার, ১২ মে ২০১৪

অপহৃতদের অবস্থান নির্ণয় নিয়ে আশ্বাস দিলেন- বোর্নোর গভর্নর

Home Page » আজকের সকল পত্রিকা » অপহৃতদের অবস্থান নির্ণয় নিয়ে আশ্বাস দিলেন- বোর্নোর গভর্নর
সোমবার, ১২ মে ২০১৪



protest-over-abducted-nig-009.jpgবঙ্গ-নিউজঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর গভর্নর আশ্বাস দিয়ে বলেন, সেখান থেকে অপহৃত দুশোর বেশি স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তারা তথ্য পেয়েছেন। গভর্নর কাশিম সেট্টিমা জানিয়েছেন, সত্যতা যাচাই এর জন্য প্রাপ্ত তথ্যের বিস্তারিত দেশটির সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন। মি. সেট্টিমা জানিয়েছেন, তিনি মনে করেন যে অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহৃত স্কুলছাত্রীদেরকে এখনো প্রতিবেশী দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তিনি ধারণা করছেন।

গত মাসে নাইজেরিয়ায় দুশোর বেশি স্কুলছাত্রী অপহৃত হবার প্রেক্ষাপটে, গতরাতে উদ্ধার অভিযানে যোগ দিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়াও, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাদ  প্রস্তাব দিয়েছেন নাইজেরিয়ার ইসলামপন্থী সংগঠন বোকো হারামের কর্মকান্ড ও ঐ অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৮   ৩৫৫ বার পঠিত