সোমবার, ১২ মে ২০১৪
রাষ্ট্রপতি আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণ
Home Page » প্রথমপাতা » রাষ্ট্রপতি আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণবঙ্গ-নিউজ ডটকমঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রণব মুখার্জির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।তিনি বলেন, “দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতির ভারত সফরের তারিখ নির্ধারণ করা হবে।”
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাতের সময় দু’দেশের দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসময় রাষ্ট্রপতি তিস্তা চুক্তি সম্পাদনের ওপর জোর দেন।
পঙ্কজ শরণ বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এসম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় ভারত সফরের আমন্ত্রণের জন্য প্রণব মুখার্জিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
গত বছরের ৩ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশ আসেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি হিসেবে এখনো ভারত সফর করেননি আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ০:২৪:০৮ ৩৯৫ বার পঠিত