রবিবার, ১১ মে ২০১৪
অভিনেতা খলিলের আজীবন চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Home Page » বিনোদন » অভিনেতা খলিলের আজীবন চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ এর পুরস্কার প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেতা খলিল উল্লাহ খানের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে অভিনেতা খলিলকে আজীবন সম্মাননা দেয়া হয় বাংলা চলচ্চিত্রে অবদান ও সাফল্যের জন্য। উক্ত অনুষ্ঠানে অভিনেতা খলিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আমাদেরকে অনেক দিয়েছেন। এখন তাকে আমাদের দেয়ার সময় হয়েছে। তাই তার আজীবন চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব আমি নিলাম।’
অভিনেতা খলিল অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুন্ডা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ অভিনেতা।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৮ ৫৯২ বার পঠিত