শনিবার, ১০ মে ২০১৪
চট্টগ্রাম নগরীতে একটি হাসপাতালে আগুন
Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রাম নগরীতে একটি হাসপাতালে আগুনবঙ্গ-নিউজঃ চট্টগ্রাম নগরীতে বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয় রোগীদের, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডের পর সিএসসিআর নামে ওই হাসপাতালের কার্যক্রম দুদিনের জন্য বন্ধ হয়েছে। আগুনের ঘটনা তদন্তে গঠিত হয়েছে দুটি কমিটি।
প্রবর্তক মোড়ের ওই হাসপাতালের নবম তলার হিসাব শাখায় শনিবার সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী ও স্থানীয়রা জানায়।
সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, ১০ তলা ভবনের নবম তলায় হাসপাতালের একাউন্টস বিভাগের কক্ষে আগুন লাগে। বাহিনীর ১৩টি গাড়ি আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিসের হিসেবে, হাসপাতালের সার্ভার কক্ষ, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও একাউন্টস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে।
জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালের বিভিন্ন তলা থেকে ১০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৫২ ১১২৭ বার পঠিত