শুক্রবার, ৯ মে ২০১৪

দুর্গাপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যেগে শিশু স্বাস্থ্য এখনই , প্রচারাভিযান সমাপ্ত

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যেগে শিশু স্বাস্থ্য এখনই , প্রচারাভিযান সমাপ্ত
শুক্রবার, ৯ মে ২০১৪



3r.jpgতমালসাহাস্টাফরিপোর্টারসুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যেগে গ্লোবাল একশান এইড সপ্তাহ এর ‘‘শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান” শেষ হলো বৃহস্পতিবার ।
ওয়ার্ল্ড ভিশন এই বিষয়টি নিয়ে সারা পৃথিবীতে প্রচার শুরু করেছে ,এরই অংশ হিসাবে ৪ মে ২০১৪ থেকে মে পর্যন্ত ১৩ হাজার ৯ শত ৯০ জনের মাঝে এ প্রচারাভিযান চালিয়েছে বলে ওয়ার্ল্ড ভিশন এর দুর্গাপুর এরিয়ার সিনিয়র এডিপি ম্যানেজার প্রতিনিধিকে জানান। এই কাজটি উঠান বৈঠক,বিভিন্ন সরকারী ও বেসরকরী স্কুলের ছাত্র,ছাত্রী, যুবক,যুবতী,শিশু ,কমিউনিটি লিডার, স্ট্যাকহোল্ডার,সিবিও এর মাঝে বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক ও স্বাস্থ্য জরিপ ২০১১ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ৫ বছর কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৫৩ জন।শিশু মৃত্যুর অন্যতম কারন হিসাবে নিউমোনিয়া,ডায়রিয়া,প্রসবজনিত জটিলতা ও অপুষ্টিকে দায়ী করা হয়। এগুলো প্রতিরোধযোগ্য, শুধু প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,শিশুদের স্বাস্থের যতœ এবং পুষ্টিকর সুষম খাবার।
অন্যদিকে একই জরীপের তথ্য অনুযায়ী এক লক্ষ গর্ভবতী মায়ের মধ্যে ১৯৪ জন মা প্রববকালীন সময় মারা যাচ্ছে। কারণ হাসপাতালে না হিয়ে বাড়ীতে অনভিজ্ঞ ধাত্রী দ্বারা প্রসব করানো হয়। ফলে অনেক মা ও শিশুর মৃত্যু হয়।‘‘একসাথে আমরা প্রতিরোধ যোগ্য শিশু মৃত্যু রোধ করবো”‘‘পাঁচ বছরের কম বয়সে সকল শিশুই বাঁচবে হেসে” শিশু স্বাস্থ্য এখনই। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি আহবান স্বাস্থ,জনসংখ্যা এবং পুষ্টিখাতে সরকারী বাজেট বৃদ্ধি করা,প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে শিশু বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,গ্রামাঞ্চলে দক্ষ স্বাস্থ্য সেবা কর্মীর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,পুষ্টি পলিসি তৈরী করা এবং মায়ের দুধের বিকল্প নাই তা সর্বস্তরে গ্রহনযোগ্য করা।
শিক্ষা ও প্রতিবন্ধিতা সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবানের মধ্যে দিয়ে প্রচারাভিযানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৪   ৪৭৩ বার পঠিত