বৃহস্পতিবার, ৮ মে ২০১৪

এ মাসের মাঝামাঝিতে প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

Home Page » প্রথমপাতা » এ মাসের মাঝামাঝিতে প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
বৃহস্পতিবার, ৮ মে ২০১৪



news_image_2014-02-10_33728.jpgবঙ্গ-নিউজঃ এ মাসের মাঝামাঝিতে প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতায় মে মাসের ১৯ এর মধ্যেই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড ১৭ অথবা ১৮ মে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে। নিয়ম অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রতিবার শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে তারা ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ে  চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় তারিখ দিলেই ফল প্রকাশ হবে। আগামী ১৭ অথবা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে চিঠিতে। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সে দিনই প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৯   ৪০০ বার পঠিত