বুধবার, ৭ মে ২০১৪
এবার ভুটান থেকে ইন্টারনেট ব্যন্ডউইথ ও বিদ্যুৎ আমদানিতে আগ্রহী বাংলাদেশ
Home Page » জাতীয় » এবার ভুটান থেকে ইন্টারনেট ব্যন্ডউইথ ও বিদ্যুৎ আমদানিতে আগ্রহী বাংলাদেশমাহবুব, বঙ্গ-নিউজঃ বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং ভুটানে ব্যপক পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটান থেকে বিদ্যুৎ আমদানির আগ্রহ ব্যক্ত করেন।
অন্যদিকে বাংলাদেশে উদ্বৃত্ত ইন্টারনেট ব্যন্ডউইথ আমদানির ব্যপারে ভুটানের রাষ্ট্রদূতের গভীর আগ্রহের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে পেমা চোডেন রফতানির ক্ষেত্রে দুদেশের তাদের রফতানি তালিকায় আরও নতুন নতুন পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রসংশা করেন।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৮ ৩৮২ বার পঠিত